ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ফ্রেঞ্চ ওপেনের সেমিতে ব্যাকসিনস্কি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ০৭ জুন ২০১৭ , ১২:৫৬ পিএম


loading/img

মাটির কোর্টের গ্রান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের নারী এককে সেমিফাইনালে উঠেছেন জেলেনা অস্তাপেঙ্কো ও টিমিয়া ব্যাকসিনস্কি।

বিজ্ঞাপন

রোঁলা-গ্যাঁরোর সুজান লেংলেন কোর্টে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে ২-১ সেটে হারান লাটভিয়ান টিনেজার জেলেনা অস্তাপেঙ্কো।

যদিও প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন, এগারতম বাছাই ওজনিয়াকি। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দু’সেট ৬-২ ও ৬-২ গেমে নিজের করে নেন টেনিসের ৪৭তম র‌্যাঙ্কিংধারী অস্তাপেঙ্কো।

বিজ্ঞাপন

অন্যম্যাচে ফিলিপ শাটরির কোর্টে, ফরাসি তারকা ক্রিস্টিনা ম্লাদেনোভিচকে ৬-৪ ও ৬-৪ গেমের সরাসরি সেটে হারান সুইস কন্যা টিমিয়া ব্যাকসিনস্কি।

স্বাগতিকদের আশার পাল ওড়ানো তেরতম বাছাই ম্লাদেনোভিচ শক্তিতে পিছিয়ে পড়েন ত্রিশতম বাছাই ব্যাকসিনস্কির কাছে।

ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার দুজনারই জন্মদিনে মুখোমুখি হবেন, অস্তাপেঙ্কো ও ব্যাকসিনস্কি।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ওয়াই/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |